০৫ নভেম্বর ২০২১

গুলশান আরা রুবী




অন্তরে যার স্থান


তুমি কষ্ট দেয়া বন্ধ করো না-
তাতে কি হবে 
ভুলতে চাই না সহজে তা আমি 
তুমি কি তা বুঝবে।

যতদিন বেঁচে রইবো এ ধরণীতে- 
কামনা থেকে রেহাই নেই নিশ্চয়ই!
তবে একবার ভেবে দেখ তো 
যা আছে সব রেখে যাবে কিছুই আপন নয় তো ।

ঐ কষ্টগুলো ভীষণ মধুরতম-   
তোমার কষ্ট থেকে চাই না পরিত্রাণ !
তা নিয়েই যেন পাই পরপারে স্থান।।

জীবনে যা ভাবেনি তাই পাই 
আসলে এমন বুঝি পৃথিবীর জীবনটাই !
সময়ে সাথে বদলে যায় মানুষের রুপ 
বদলে যায় আচার ব্যবহার 
বদলে যায় রীতিনীতি এটাই জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much