৩০ নভেম্বর ২০২১

কবি শুভমিতা বিশ্বাস এর কবিতা




সে কি জানে?
শুভমিতা বিশ্বাস


ঘর ভর্তি লোকের মাঝেও 
যার দিকে তাকালে,
নিমেষেই অভিমান বুঝতে পারি
তাকে আমি নিজের প্রতিটা অঙ্গ ভাবি।

সে কাদলে মনে হয়, পৃথিবীর সব নদীর জল 
আমার বুকে এসে ধাক্কা মারছে
আর সে হাসলে,
স্বর্গের চেয়েও ওপরে উঠে যাই আমি!


বাজার,দোকান,রাস্তায় একটু একা হলেই 
তার ভাবনা আমার ভিতর রিনঝিন করে ঝরে যায়...

তার শূন্যতাকে, আমি এক মুহুর্ত বইতে পারিনা
সে কি জানে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much