চলছে নতুন ধারাবাহিক উপন্যাস "উদাসী মেঘের ডানায়"
লেখাটি পড়ুন এবং অন্যদের পড়তে সহযোগিতা করুন লেখককের মনের অন্দরমহলে জমে থাকা শব্দগুচ্ছ একত্রিত হয়েই জন্ম লেখার।
আপনাদের মূল্যবান কমেন্টে লেখককে লিখতে সহযোগিতা করবে।
উদাসী মেঘের ডানায়
( পর্ব ২৫ )
রাতে ফোন করলো অপু দুজনই বিভোর আগামি দিনের স্বপ্নের সাগরে ভেসে বেড়াচ্ছে।
অপু- মোনালিসা
তৃষ্ণা- হুমম বলো
অপু- কি করছো?
তৃষ্ণা- এইতো তোমার সাথে কথা বলছি
অপু হা-হা-হা করে,হেসে বললো- বেশ বলেছো।
তৃষ্ণা- তুমি।
অপু - স্বপ্ন দেখছি।
তৃষ্ণা- কি স্বপ্ন বলোনা।
অপু- শুনবে
তৃষ্ণা- শুনবো তাড়াতাড়ি বলোনা।
অপু - স্বপ্ন সখ দুটো ইচ্ছে পূরণ করবে তো?
তৃষ্ণা- আরে বলোনা।
অপু- আমাদের বুবলি তো একটা মেয়ে আমার খুব সখ গো আমরা ফুটবল টিম জন্ম দিবো ভালো হবেনা দুজন মিলে আদর করে ঘুমপাড়িয়ে
তুমি আমি একাকার,হয়ে থাকবো অনাবিল শান্তিতে।
তৃষ্ণা- এ বিয়ে,হবেনা
কেন?
আমি পারবোনা প্রোডাকশন বাড়াতে।একটা আছে
বড় জোর আরএকটা রাজি তো আমি রাজি।
অপু -দুর ছাাই আমার স্বপ্ন গুলো তাহলে পূরণ হবেনা।
তৃষ্ণা- তাহলে আমার বিয়ে করার দরকার নেই।
অপু- এমন করে বলে কেউ আমার হার্ট বিট বন্ধ হয়ে যাবে।
তৃষ্ণা- তা যাক আমি ফুটবল টিম জন্ম দিতে পারবোনা এই ভয়ংকর স্বপ্নবাজকে বিয়ে করা সম্ভব নয়।
অপু- আরে রাগ করছো কেন? ওরা তো সারাদিন নানু দাদুমার কাছে থাকবে শুধু দুজন অফিস থেকে বাসায় এলে ছুটে এসে চড়ুই,পাখির মতন কিচিরমিচির,করে জাপটে ধরবে যখন সব ক্লান্তি
নিমিষে উধাও তারপর ওদের ঘুম পাড়িয়ে দুজন হারিয়ে যাবো।
তৃষ্ণা- আমি বছর বছর পেট নিয়ে অফিস করবো
কালই মাকে জানিয়ে দিবো এ বিয়ে হবেনা।
অপু- রাগছো কেন লক্ষীটি ঠিক আছে এক হালি
তৃষ্ণা- একটা আছে আর একটা নিলে আমি রাজি নয়তে সম্ভব নয়া আমাকে মেরে ফেলার বুদ্বি কি সর্বনাশা প্রেমিক আমার।
না বিয়ে করবোইনা তোমাকে, যাও অন্য কাউকে বিয়ে করো।
অপু- কি আর করা আমার সখের স্বপ্নটা পূরণ না হলে
কি আর করা আবার তুমিহীন কি করে থাকি বলোতো
বিধাতা আমার ভাগ্যে এমনই লিখেছে কেন জানিনা।
আর একটা বিয়ে করে টিম বানাও।
অপু-সে নাহয় বানালাম তুমি পাশে থাকবেতো?
তৃষ্ণা- ছাই থাকবো, ফোন রেখে দিলাম
অপু- হা-হা-হা, তোমাকে ক্ষেপাতে কি যে আনন্দ
সে তুমি বুঝবেনা, পাগলি মোনালিসা।
তৃষ্ণা রাগে ফোন বন্ধ করে দিলো ঠিকই সারারাত ঘুম
হলোনা, কেন যে ফোনটা বন্ধু করে দিলো
মন খারাপ হলো ভোর রাতে কখন ঘুমিয়ে পড়লো
নিজের,অজান্তে জানেনা।
চলবে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much