পারবো কি লিখতে আবার
মনের মাধুরী মিসিয়ে লিখতে চেয়েছি
কিছু কবিতা, চেয়েছি মন খুলে গাইতে
হারানো দিনের গান,হারিয়ে ফেলেছি
বারে বার কবিতার ছন্দ আর ভালো
লাগা গানের সুর।
হারিয়ে যায় স্বপ্ন বারে বার, থমকে যায়
সাদা কাগজের বুকে কলমের কাটা দাগ,
লিখতে গিয়ে ভেসে উঠে পুরনো স্মৃতী,
চোখ দুটো হয়েযায় মলিন মনযে
হারায় কবিতার ছন্দ।
এলমেল ভাবনা সব উকি দেয় মনের
আকাশে, লিতে গিয়ে থমকে যায়
হাতের কলম, ভাবি বসে লিখতে কি
পারবোনা আগেরমত মনের মাধুরী
দিয়ে সেই কবিতা?
কি ভাবছি এসব?
আমিতো কবি নইযে কবিতা লিখবো,
তবুও চেষ্টা করি মনের কিছু কথা তুলে
ধরবো কলমের কালিতে সাদা
কাগজের বুকে, আনমনে ভাবি পারবো
কি লিখতে কবিতা আবার ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much