১০ নভেম্বর ২০২১

হা‌বিবুর রহমান হা‌বিব




প্রিয় সু‌বোধ,


তুই মানবী‌কে নি‌য়ে পা‌লি‌য়ে যা,এখা‌নে মানবী নিরাপদ না। প্রতি দিন খুন,ধর্ষণ,গুম,হত‌্যা,লুটপাট লে‌গেই আ‌ছে। যে রাষ্ট্র ব‌্যবস্থা মানবী‌কে সম্মান দি‌তে পা‌রে না,তার অ‌ধিকার,মু‌ক্তি,স্বাধীনতা শুধু রঙ তামাশার নাম মাত্র।মানবীর অ‌ধিকার গু‌লো আজ সাম্রাজ‌্যবা‌দের অপসংস্কৃ‌তির করাল গ্রা‌সে নিপ‌তিত।অন্ধ ধ‌র্মের না‌মে কুসংস্কা‌রের মা‌ঝে মানবী‌দের কি ভা‌বে নি‌ক্ষেপ ক‌রে তার দৃষ্টান্ত প্রতি‌দিন।
এখা‌নে মানবী‌কে নি‌য়ে তুই ভাল থাক‌বি না। মানবী‌কে ব‌লিস, স্বাধীনতাই মু‌ক্তির শেষ পথ নয়।এর চে‌য়ে অ‌নেক বড় ,প্রেম,ভালবাসা,কাব‌্য,সা‌হিত‌্য,সংসার।এ গু‌লোর পূর্ণ বিকা‌শের জন‌্যই তো স্বাধীনতা,অ‌ধিকার ও ম‌নের মু‌ক্তি ।
তাই তো‌দের জন‌্য লড়াই,আ‌রো একবার রক্তাক্ত লড়াই ।বন্ধু আমার ভাল থা‌কিস ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much