মৃত্যু
লোকটির আত্মহত্যার খবরে পাড়ার লোকজন নানারকম মুখরোচক গল্পে ঘুমন্ত পাড়াকে-
প্রায় জাগিয়ে তুলল,গরম করে ফেললো;
কেউ বলল,'লোকটি ডুবে ডুবে দীর্ঘদিন ধরেই জল খাচ্ছিল,ভালো মানুষের ভান ধরেছিলো।
আসলে চূড়ান্ত ভালো বলে কিছু নেই'।
যে লোকটি নির্ঝঞ্ঝাট ছিলো,কারও সামান্যতম ক্ষতি যে করেনি,যে মানুষের কষ্টে এগিয়ে আসতো,
যার হৃদয়টা ছিলো ছোট্ট শিশুর মতো,যাকে পঙ্কিলতা স্পর্শ করেনি,সে এখন সবার মুখে মুখে-
নিষিদ্ধ সংগমের মতো ঘৃণায় উচ্চারিত মানুষ।
অথচ আত্মহত্যার বহুবছর পূর্বেই লোকটি যে
মারা গিয়েছিলো,সে খবর আমরা কেউ রাখিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much