০৩ নভেম্বর ২০২১

নাজিয়া নিগার




রেনেসিয়ান


শিল্পের জানালায় কাকতাড়ুয়া....
রাজনৈতিক মঞ্চে নাচে নটবর।
সত্যের পেখম তুলে উড়ে যায় নিরন্ন গাঙচিল।
শিল্পকে খুঁটে খায় শিল্পের প্রলেতারিয়েত।
শিল্পীর চোখেমুখে অস্ফুট স্বগতোক্তি
নিপীড়িত শিল্প যেন যৌন-প্রতিকের কফিন!
দেয়াল ভেঙে বেরিয়ে যাওয়া একদল উটপাখি প্রাচ্যের চৌকাঠ পেরোয়।
আমাদের শিল্প পরে রয়;কুটির শিল্পের যাদুঘরে
শিল্পীরা পরে রয় মৃত সেলুলয়েডের ভাঙাচোরা অলিন্দে।
শিল্পের মুখাবয়বে আল্পনা এঁকে যায় এক গোত্রের রেনেসিয়ান।
ওদিকে শকুনের দল বসে করে শিল্পের বড়াই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much