ডুয়েট কবিতা
বিদায় বেলায়
কাব্য-এই সুন্দর দুপুর হয়তো বা নাও আসতে পারে।হতেও পারে এটাই শেষ দেখা।তোমার ভালো লাগা আমার থেকে ছিল ভিন্ন।দুই জনের মন যে আলাদা।
কবিতা-তুমি ভালোবাসতে মেঘলা আকাশ।আর আমি শ্রাবণের বৃষ্টি।আমি ভালোবাসি সমুদ্র আর তুমি পাহাড়।
কাব্য-তাইতো তোমার আমার মাঝে এত অমিল।পৃথিবীটা দেখি আমার চোখে আমার মত।তুমি দেখো তোমার মত।
কবিতা-আজকাল তোমার কি হয়েছে বল তো কথাবার্তায় কষ্টের রং।
কাব্য-অনেক কিছু বদলে যায়।তোমার আর আমার মধ্যে অনেক ব্যাবধান।দুজনের পথ আলাদা হয়ে গেছে।
কবিতা-তুমি কি জান আকাশের শেষ সীমান্ত কোথায়?এই পথে আর কি কখনো দেখা হবে?
কাব্য-না।শুধু জানি তুমি অনেক অভিমানী।তুমি কি সত্যি আমাকে ভালোবাসো।নাকি অন্য কাউকে।
কাব্য-ভালোবাসি।তবে এই ভালোবাসা অবাস্তব।ভুলে যেও আমাকে।দূরে থাকলেও বন্ধু হয়ে থাকবে চিরকাল।
কাব্য-এই পথে আবার কখনো হয়তো দেখা হবে।চলে যেতে হবে অনেক দূরে।আপন ঠিকানায়।দূরে থেকেও কথা হবে।মনে রেখো কেউ আছে তোমার পাশে।
কবিতা-ঠিকানা না দিলেও ঠিকানা খুঁজে নিব কোন দিন।দেখা হবে হঠাৎ করে।ভালো থেকো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much