সম্ভ্রম
কোন ও এক রাতে
ফুঁপিয়ে কেঁদে ওঠা জংলার বাঘ.....
মেতে ওঠে লালসায় -
ওকে ভিক্ষা দাও।
নিরবতা যখন ভীতি ছড়ায় -
আলোটা তখন শেকলে বন্দী,
জোনাকীর ক্ষীন প্রচেষ্টা -
তামাশার সাথে করে সন্ধি .....
ঠিক তখন ই মুগ্ধ তুমি
প্রানবন্ত, উচ্ছল ছলনায় -
নিজেকে বোঝাও -
"ভালো আছি বেশ! "
জ্বলজ্বলে মশাল হাতে,
উত্তাল দেশপ্রেমিক -
সীমানায় আছে, শুধু কালো ধোঁয়া ...
আলো নিভে গেছে সেই কখন!
অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ...
তবু প্রচেষ্টা নিরন্তর -
মেহেদী রাঙানো কোমল হাত -
ধরে আছে ব্যানারের লাঠি!
মায়াভরা প্রেমিকের সুদৃঢ় হাত -
ছেড়ে দিয়েছে সেই কবে!
সে তো বিজ্ঞাপনের পন্য -
জানেনা সে নিজেও!
তবু যায়..নিরালায়,
চুক্তি হয়, চুপিসারে।
ভালো থেকো, প্রিয় বোন -
স্বেচ্ছার অভিসারে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much