২৩ নভেম্বর ২০২১

আলমগীর হোসাইন





সুরভী খুজেঁ 


যন্ত্রনার বাষ্প দাহে তোমার সুরভী খুজেঁ
কষ্টসাধ্য পথের দিশা মিললেও ধন্য হবো
বিষাদের ছায়া হতে দুরের অজানা  পথের
মৃত্তিকার মসৃণ ধুলোয় মিশে সাথে রবো।

কঠিনথেকে কঠিনতর হয়ে উঠে প্রেমী মন
হতাশায় বিবেকহীন হয়ে পড়ে যখন তখন
বাচাঁর স্বপ্ন সখের বসতি নড়বড়ে দেখে
বেমালুম ভুলে যায় জীবনের সকল মানেই।

কতো স্বপ্ন ভাঙার গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে
কে কার খবর রাখে মিছে মায়ার এ ভবে
তোমার কাহিনীও মিশে যাবে দুর  আকাশে
ব্যর্থ এ প্রেমী অনন্ত অপেক্ষায় ডুবে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much