আনন্দে আজ মন ভাসে
আনন্দে আজ মন ভাসে গো
সুখের নেশায় চোখ হাসে,
আর মন হাসে,
দৃষ্টি গোচর হয় বুঝি আজ
লাল সবুজের ও'ই চাষে।
আনন্দে আজ মন ভাসে
গো, মন ভাসে!
আনন্দে আজ মন ভাসে।
দুঃখ দুয়ার খুলে রাখি
বজ্রধ্বনি লুন্ঠিতে,লুন্ঠিতে
আসবে যত আসুক বাঁধা
ছুঁড়ে দেব তীরের ধাঁধা,
আত্মশক্তির বিশ্বাসে।
আনন্দে আজ মন ভাসে
গো মন ভাসে!
আনন্দে আজ মন ভাসে
আলো-আঁধারীর মেঘের স্রোতে টাপুর-টুপুর বৃষ্টি আসে।
হৃদয় গহীন পাড় ধ্বসে যায়
স্বপ্ন ভাঙ্গা নিঃশ্বাসে বুক
ফিনকি ছোটে খুন হাসে
আনন্দে আজ মন ভাসে
গো মন ভাসে!
আনন্দে আজ মন ভাসে।
রক্তে ভেসে সিক্ত মাটি
ধুলোর পথে জল ছিটায়,
রিক্তবক্ষ অমানিশার মাঝেও
নেয় দুঃখ শুষে,
কষ্টগুলো পাঁজর ভাঙ্গে
মর্যাদাহীন বিশ্বাসে।
আনন্দে আজ মন ভাসে গো
মন ভাসে,
আনন্দে আজ মন ভাসে।
রাঙ্গা প্রভাত ঊষার দুয়ারে,
বন্দীশালা অগ্নিতে,
দাহ নিয়ে চোখ দু'টো আজ
পুড়ে মরে রাত্রিতে
ও-ই লাভার স্রোতে গা-ভাসে।
তাই আনন্দে আজ মন ভাসে
গো মন ভাসে,
আনন্দে আজ মন ভাসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much