০৭ সেপ্টেম্বর ২০২১

দীপক কুমার মণ্ডল





কৃষক বিদ্রোহ



আমার দেশের রুক্ষ মাটি
যাদের শ্রমে বশ মানে,
তাদের কি কেউ রুখতে পারে
লাঠি, গুলি, জলকামানে!

পিষ্ট যে রোজ শ্রমিক কৃষক
শোষণ রথের চাকার তলায়,
মরণ জয়ের কঠিন পণে
প্রতিরোধের আগুন জ্বালায়।

এ বিদ্রোহ নতুন জাতের
জাতশত্তুর মালিক, দেশি;
কৃষক জানে হাঁড়ির খবর
ফকির সাজা ছদ্মবেশী!

আমরা সবাই চাষির সাথে
তাদের কাছেই সবার ঋণ,
পুঁজিপতির চৌকিদারের
ঘনিয়ে এল শেষের দিন।

যাদের শ্রমে ফসল ফলে
খাবার ওঠে সবার পাতে,
তারাই দেশের আসল মালিক
রাজধানী থাক তাদের হাতে।

যারা কৃষক, ফসল ফলায়,
পড়েই থাকে গাঁয়ের কোণে,
আজকে তারাই রাজধানীতে
নতুন দেশের স্বপ্ন বোনে।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much