০৭ সেপ্টেম্বর ২০২১

ফারজানা আফরোজ




প্রিয় নদী 


আমার প্রিয় নদী ঘিরে

জোয়ার ভাটার গল্প ছিল।

ভালোবাসার নদী নিয়ে

ভাঙা গড়ার কাব্য ছিল।

আঁকাবাঁকা নদীর বাঁকে

স্বপ্ন সেথায় বোনা ছিল।

তরী যেথা বাঁধা থাকে

সময় যেন থমকে ছিল।

দুই নদীর মোহনায়

রং তুলির ছোঁয়া ছিল।

সেই নদীর জলের ধারায়

আমার চোখের আয়না ছিল।

নদীর উপর ভাসা মেঘে

না বলা সব কথা ছিল।

রাতের বেলা নদীর ছায়ায়

চাঁদের আলোর হাসি ছিল।

পাল তোলা নৌকা মাঝে

চঞ্চলা এক মন ছিল।

নদী তীরে সাঁঝ বেলায়

কাশফুলের দোলা ছিল।

নদীর সেই মাঝির গানে

বিরহের সুর ছিল।

হঠাৎ ওঠা নদীর ঝড়ে

এগিয়ে যাওয়ার সাহস ছিল।

বয়ে যাওয়া এই নদীতে

রংধনুর রং ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much