০৭ সেপ্টেম্বর ২০২১

সিরাজুম মুনিরা ময়ূখ




আগুন-ফাগুন


বুকের ভেতর 

      ফাগুন ফাগুন ঘ্রাণ, 

দেখছি কারোর 

      আগুন আগুন  চোখ।

পুড়ছে পুড়ুক হৃদয়, 

      জ্বলুক এমন রোজ!

আগুন ঝরা ফাগুন বুকে 

      পাবে আমার খোঁজ! 

এই যে আমি আসছি ফিরে

       যেমন পাখি ফেরে নীড়ে!

আসা-যাওয়ার কারণ তুমি

       গাইছি যে গান চরণ চুমি

নিজের কাছে নিজেই আমি

        হচ্ছি যে সহজ!

আমার মাঝেই তুমিও ভীষণ 

         হারাচ্ছো যে রোজ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much