চেনা বৃষ্টি
আমাদের কথা ছিল এই বৃষ্টিতে ভিজে
নিজেদের ছোটবেলায় ফিরে যাবার
তোমার কি মনে পড়ে--
এমন দিনেই আমরা কথা দিয়েছিলাম একে অপরকে শহর ঘুরে দেখার।
বাইরে বইছে আজি ঝড়ো হাওয়া
তোমার কি মনে পড়ে
আমরা কথা দিয়েছিলাম
আমরা নিজেদের জীবনের সব ছোট-বড়
ভুল বোঝাবুঝি ভুলে বৃষ্টির প্রতিটি ফোঁটয়
আবার নিজেদের ফিরিয়ে নিয়ে যাবো সেই পুরোনো দিনে।
আর বন্ধ করে দেবো জানলাগুলো
যাতে ঝোড়ো হাওয়া আর তছনছ করতে না পারে।
তারপর বৃষ্টির দুপুরে
তুমি আমি পাশাপাশি বসে তোমার আঙুলে আঙুল পেঁচিয়ে নানা রঙের স্বপ্ন বুনবো।
যদি আবার কোনদিন ও এমন কোন দিনে দেখা হয়
থমকে যেও না সেদিন
আকাশ তাহলে আর বৃষ্টি ধরে রাখতে পারবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much