০৮ সেপ্টেম্বর ২০২১

মোঃ সামশের আলী



এভাবেই বেশ আছি


সময় কাটাতে হয়না, কেটে যায়

ধীরে ধীরে পাথরের মূর্তিসম আমি

নিঃসঙ্গতায় হেটে চলি, ঘুরে বেড়াই

গোধূলির রাঙা আলো সামনে রেখে

নিঃশব্দে জানলায় ভর করি

স্মৃতির গুড়ো গুড়ো গল্প আর

যৌবনের স্মৃতি এই সময় বড়ো 

কাছাকাছি আসে

এখন সময় কাটে অলস 

শীত দুপুরের মতো, 

চোখ বুঝে চোখের পাতায় অতীত টেনে, 

আলস্যের ঘুম ঘুম ঘোর-এ

এভাবেই সময় কাটটে কাটতে

পরতে-পরতে জমে বার্ধক্যের ধূলো

আকাঙ্খারা উঁকি -ঝুঁকি মারে

জানালার ওপার থেকে 

ঝরা পাতার লুটোপুটি খায়

এই ক্ষয়ে যাওয়া জীবন

এটাও এক রকম সুখ, 

একরকম আস্বাদন বয়ে আনে

এভাবেই বেশ আছি 

সময় কাটাতে হয় না, কেটে যায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much