১৩ সেপ্টেম্বর ২০২১

সাহানারা সেখ(টুম্পা)


সম্পর্ক 


এ রমণী কোন রমণী?

নিজেকে জননী বলে,করে দাবি!

অন্য স্বামীতে আসক্ত হয়ে,

অবৈধ সম্পর্কে করে মাতামাতি।

ধিক্কার দি সেই তনয়কে ও

যে অন্নের ভেলাতে ভাসে।

এমন করে এই সংসারে

নাশহীন হয়ে নেমে আসে।

ক্ষমার যোগ্য নয়তো তারা

সমাজ কুলসিত করার কারিগর।

চক্ষুর ওই কালো পর্দা অন্নে খোলার চেয়ে 

নিজে খুলে ফ‍্যাল।

অন্ধকার সংসার থেকে,আলোর জগতে বিরাজ কর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much