কাশফুলে স্মৃতি দোলে
কাশফুলে আজ হারিয়ে যাবো
থাকবে না আর ছায়া,
কাঁদিসনে কেউ আমার ব্যথায়
রাখবে স্মৃতির মায়া ।
আসবো আবার শরৎ এলে
যৌবনা কাশফুলে,
দেখবে সেথায় মেঘের ভেলায়
মনের আগল খুলে ।
আসবে সুজন দেখবে স্বজন
নদীর কূলে গেলে,
বেতাল স্রোতে ভাসিয়ে যাবো
দেখিবে দুচোখ মেলে ।
আমায় ক'জন করবে সোহাগ
ভালোবাসার সাথে,
ক'জন আবার মায়ায় বেঁধে
রাখবে প্রেমের হাতে ।
দেখবে যখন কাঁদবে গগন
করবে স্মৃতি স্মরণ,
শরতকালে বদল দিনে
আবার হবে মরণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much