চঞ্চল হরিনী
সেই মেয়েটি থাকে সদা
হাঁসি খুসি মনে,
সারা পাড়া মাতিয়ে রাখে
সোহাগ ভরা মনে।
পাড়ার সবাই দশ্যি বলে
যেন চঞ্চল হরিনী,
দুষ্টমিতে বেজায় পটু তবুও
সবারি আদরিনী।
মা বলেন ডেকে খুকি সোনা
এবার ঘরে আয়,
মায়ের পানে মুখ বাঁকিয়ে দুষ্ট
মেয়ে দৌড়ে পালায়।
সারা বেলা দৌড়ে বেড়ায় খুকি
চঞ্চল হরিনীর মত,
আমের ঢালে জামের ঢালে
করে দুষ্টমি আছে যত।
বাবা ডেকে বলেন মাগো নেমে
এবার বাড়ি যাও,
খুকী এবার দুষ্টমিতে বায়না ধরে
বাবা আমটি পেড়ে দাও।
বাবা হেসে বলেন মাগো এবার বেলা হলো শেষ,
খুকী এবার মুখ ঘুরিয়ে বসল বেঁকে
রাগ করেছে বেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much