২৫ আগস্ট ২০২১

সিদ্ধান্ত খুকু




চেতাবনী ফাঁদ



দূরের পাহাড় আমায় ডাকছে আবার--

চলো যাই আকাশের উচ্চতায়,

কুয়াশার মতো মেঘ যেন ছুঁয়ে যায় চোখের পাতায় !

চারপাশে বৃষ্টিস্নাত সবুজের হাতছানি,

সময়ের বাঁশি বাজে চিরচেনা সুরে !

ভয় হয়---বেঁচে ফেরা হবে তো আবার ?

জানো তো , ঘর পোড়া গরু সিঁদুরে মেঘেও ডরায় !

ঝরনার উচ্ছলতা বিবাগী মন ছুঁয়ে দেয়,

ভাসিয়ে নিয়ে যাবে কোন সুখের মোহনায় !

তবুও আশায় বাঁচি--

সব প্রেমে তো আর তঞ্চকতা নেই !

দুচোখ স্বপন; ঢাকাই শাড়ি ললাটে সূর্য !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much