কাঠপেন্সিল
আমি তো জানি এখানে বেশিদিন নয়
মায়ার হিসাবনিকাশ, ভালোবাসার লেনদেন
মুছে যাবে সব, হবে নিঃশেষ
যেদিন আসবে জীবনের শেষ ট্রেন।
আমি জানি আমি এখানের নয়
পথ হারিয়ে ফেলা পতিত মুসাফির,
আমাকে ফিরতে হবে শেষ ট্রেনে
যেখানে যাওয়ার কথা, যা চিরস্থির।
যাত্রাকালে মেখে দিও সুগন্ধি পরাগ
জমা রেখো অযাচিত চোখের জল,
যে মায়া আমি পাই নি কোনোকালে
তা দেখাবে না যখন আমি নিষ্প্রাণ অচল।
কেউ নয় আপন, কেউ নয় পর
যে আছে যেমন, যত প্রিয়জন
জীবনের গল্পে দাঁড়ি বসলে,
সব কিছু থেকে যাবে, সব কথা লেখা থাকবে
শুধু আমার স্থান হবে অন্ধকার কবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much