এই শহরে
এই শহরের প্রেম বাঁচে না প্রসবকালেই মৃত্যু হয়
এই শহরের অন্ধকারে রাত্রিগুলোর করুণ ভয়
এই শহরের উচু দালান হৃদয়গুলো করছে জয়
এই শহরের মানুষ যারা সবাই গভীর পরাজয়।
এই শহরের নিয়ন বাতি ঠিক হৃদয়ের অনুরূপ
এই শহরের কুকুরগুলো রাত্রি হলেও থাকে চুপ।
এই শহরের প্রেমিক বুকে স্মৃতি পঁচার গন্ধ খুব
এই শহরের ঠোঁটে ঠোঁটে পাতা আছে মৃত্যু টুপ।
এই শহরের শব্দগুলো বুক ফাঁটানো কথা কয়
এই শহরের আলো-বাতাস মহামারির বন্ধু হয়
এই শহরের অন্তরের লাশ রাস্তাঘাটে পড়ে রয়
এই শহরের রাত্রিগুলো লক্ষ তারার বন্ধু নয়।
এই শহরের এমন দশা খুব পুরনো এমন নয়
যখন তুমি বদলে গেছো তখন থেকে এমন হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much