বিঘ্নিত সাধন
সমীরে কুঞ্চিত কেশে তরঙ্গ খেলিছে হেমাঙ্গী রূপের ঝর্ণা কেগো তুমি নারী মায়া আঁখি আকর্ষণে ছুটে চলি পিছে হৃদয় গভীরে দাও প্রেমের সঞ্চারি,
শিফন আঁচরেস প্রায় অনাবৃতা স্তন
বর্ষা ভেজা অঙ্গে তব সজ্জিতা ফাগুনে ভাবাবেগে চিত্ত সিক্ত জাগে উদ্দীপন
মন চায় পুড়িবারে খুশবু আগুনে -
কেন জাগে প্রেম মনে হয়না রোধন
চিত্তে কেন অস্থিরতা কোথা জগন্নাথ- আত্মসাধন তবে কি হবে না শোধন,
দয়া করো ভক্তে তব দাও মরে সাথ,
অমৃত অম্বিষ্টে যেন কাটে বিঘ্ন যত-
সভক্তি রমণী প্রতি হোক মাথা নত।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much