ক্ষনিকের অতিথি
সৃষ্টি যেন স্রষ্টার পুতুল খেলা
রাজ্যে,দেশে দুনিয়া জুড়ে
পৃথিবীর এই রঙের মেলায়
অভিনয় করি নতুন সব চিত্রনাট্যে।
নাটাই বিহীন ঘুড়ির মত উড়ছি
পৃথিবীর পথিক হয়ে হাঁটছি সবে
অনেক হেঁটেও পথগুলো যেন অচেনা।
কভু আশঙ্কায় কাটে জীবনের প্রতি ক্ষণ
নিস্তব্ধতার ছন্দে,অদ্ভূত নীরবতায়,
বাঁশরী সুর শোনা যায় সমীরনে।
অতৃপ্ত মন নিয়ে হেঁটেছি ভ্রমের পথে
জীবন পর্দায় কত যে ছবি অঙ্কিত।
হঠাৎ স্বপ্নগুলো হারিয়ে যায়
নতুন স্বপ্নে হই পুনরায় বিভোর-
তীর হারা তরীর মত ঘুরি
হঠাৎ কখনো পেয়ে যাই কিনারা।
ধূসর বর্ন ফিরে পায় তার রং
সময় বয়ে চলে আপন ধারায়।
অতীত নীরবে বলে অচল হয়েছি আজ
ভুলে গেছে সবে আমাকে
অনেক দূরে আছি না ফেরার দেশে
এ ভূবনে সৃষ্টির আশা যাওয়া চলে বারো মাস।
আজকে যা স্মৃতি কালকে হবে তা ইতিহাস
জোয়ার ভাটার নিত্য খেলা ধরনী মাঝে
জীবনের রহস্যের চাবিকাঠি বিধাতার হাতে
আমরা হলাম ক্ষনিকের অতিথি পৃথিবীর তরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much