১২ জানুয়ারী ২০২১

তালুকদার ইমরোজ


 


মেগা শপিংমল


নিঃসঙ্গ মেঘের মতো চুপিসারে

আমি প্রতিদিন দেখে আসি-

তোমার পরিপাটি সাজানো সংসার;

কী মায়ায় তুমি আগলে রাখো

তোমার কংক্রিট বাগানের প্রতিটি বৃক্ষ,

রাত গভীর হলেই

তোমার বুকে খেলা করে-

পুঁজিবাদের ভয়ংকর-ঝলমলে জৌলুস। 

তুমি এখন নন্দনতত্ত্ব ভুলে গেছো,

ভুলে গেছো মানবিক উপাখ্যান;

তুমি এখন ফরাসি পারফিউমে অভ্যস্ত-

বেলি-হাসনাহেনা-চামেলী তোমাকে কাছে টানে না-

তুমি নিজেই এখন শহরের মেগা শপিংমল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much