আদিম থেকে সভ্যতায়
কখন যে সূর্যালোক পার অন্ধকারে ঢুকেছে
অবিশ্বাস্য আদিমতা কে নির্বাসন দিয়ে সভ্যতা কিনেছে পৃথিবী।
পাথরে আগুন খোঁজা কাঁচা খাওয়ার দুর্বিষহ যন্ত্রনা
সভ্যতার পাথরে খোদিত পাষান হৃদয় যান্ত্রিক,চেতনার বিলুপ্ততে।
প্রতিদিন কাকভোরের টিফিন বাক্সে আধুনিক প্রলোভন
একটি মানুষ করার খরচের অঙ্গিকারে পরে আছে
সস্তা খাবার
জীবনের সাজসরঞ্জাম গুলো চ্যাম্পিয়ন ট্রফির মত সাজানো
না ছিল না, বাহারি কায়দার সোফা সেট,ভাত ভাগ করা ক্ষমতা ছিল।
আলোক সজ্জার চৌমাথায়,হ্যারিকেন নিয়ে চলত মানুষ হওয়ার বিশ্বাস
আদিম থেকে সভ্যতায় দাঁড়িয়ে কাঁচা মাংসর লোলুপ নৃশংসতা।
দাড় টানা মাঝির ভাটিয়ালি নদী শোনে না
উচ্চতার চারিদিকে ভয়ানক সভ্যতার নাগপাশ
প্রতি মূহুর্তে বিশ্বায়ন ক্ষয়ে যাওয়ার ভয় তাড়া করছে।
শব শকট গুলো বির্বতনের লাশ তুলতে এগিয়ে আসছে
গন্ধ পাচ্ছি ট্যাংরা মাছের ঝোলের সম্ভবত অশিক্ষিত মায়ের রান্না
ছাগ শিশুর মূখে কাঁঠাল গাছের পাতা তুলে দিচ্ছে
আদিমতা
এই তো বুলেট ট্রেনে চড়ে আসল সভ্য মানুষ
দুদিন বড় জোর তিনদিন,বৃদ্ধ বয়সের শান্তনা।
হোম ডেলিভারির যুগে ঘরের চারপাশে শ্যাওলার আস্তরণ
মূল্য আর মূল্যায়নে সঞ্চিত আদিম যুগের ভালোবাসা,সভ্যতায় হার্ট ব্লকের বিধিনিষেধ!
প্রযুক্তির ব্যবহার আছে প্রতিশ্রুতি নেই,
মাঠে বাঁধা গরু নিয়ে ফিরেছে সন্ধ্যারতি,আদিমতা!না সভ্যতা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much