১২ জানুয়ারী ২০২১

মেহেদি পাতা




 ইচ্ছের ডানা থাকা জরুরি


বুকের হাপরে আগুন উস্কে রাখি

গনগনে আঁচে লোহা পোড়ে,

তাকে দেখি সৎভাবে ল্যাংটো হতে


আজকাল আর 

কাক চিল পড়ে না নিশিকান্তর বাড়িতে 

তলোয়ার খসে গেছে কোমর থেকে,

জং পড়েছে

বার সিঙ্গারের চাকরি ছেড়ে 

মেখলা এখন নিপাট ধনেখালি 

ধক নেই 

ঝগড়া দিয়ে আঠা লাগায় আগুনে।


           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much