মুক্তি
রাতের গর্ভে ভোর যখন প্রসব বেদনায় কাতর
মুয়াজ্জিনের শিহরিত ধ্বনিতে
ভূমিষ্ট শিশু সকাল গায়ে মাখে আতর।
আর তার সুগন্ধিতে পবিত্র আত্মার হয় ঘুমের বিসর্জন,
মিথ্যা স্বপ্নের কপাট খুলে দাঁড়ায় তৃপ্ত স্বস্তির ক্ষনস্থায়ী নীড় গড়া আড়মোড়াহীন বাসিন্দারা।
সাথে আপন সত্বায় বিবেক দরজা কড়া নাড়ায় আকুতির আর্তচিৎকারে।
হে ভোরের মালিক,আমি জোড়া হাতে বসে বসুন্ধরায়।
আমিও চাই স্বস্তি, চাই শীতলতা,
আমার ভোরের ঘুমকে করো তোমার প্রেমের সাধনা।
আমার অযুকে করো সকালের আলো জয় করা ভোর,আমার নামাজকে করো ইহকালের দোষ মুক্ত সনদ,ছিলাম না নামাজ চোর।
আমি লোভী হতে চাই তোমার প্রেমের কাঙ্গালে,
আমি লোভী হতে চাই কপালে পড়াতে চাই কালো দাগের টিকলি।
হ্যাঁ আমি লোভী হতে চাই,
এই লোভেই যে আমার ইহকালের প্রশান্তি ও পরকালের নাজাত দেখতে পাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much