১২ জানুয়ারী ২০২১

রিনা দাস


সবুজ ঘাস


রঙ বে রঙের জুতো পরে

হেঁটে যাও গট্ গট্ করে

যেতে যেতে কেউ একবার

চেয়ে দেখ কি ক্ষনিক তরে ?


সবুজ নরম ঘাসের গালিচার

দিকে একবার চেয়ে দেখ

ভারী ভারী জুতোর চাপে

কেমন সকরুন ছবি আঁক ?


পথে ঘাটে অনাদরে অবহেলায়

আমরা অনায়াসে বেড়ে উঠি

প্রকৃতির জল,আলো,মাটি

করুনা যে পাই খাঁটি ৷


পশু পালনের মূখ্য আহার

আমাদের যোগানে হয়

নয়ন ভোলানো সবুজ মাঠ

দেখেছো কত আনন্দময় ?


দেবতার পূজোপকরনে

দূর্বা ঘাসের ভূমিকা জান ?

শত ক্ষুদ্রের মত দূর্বা ?

আমি সেই সামান্য তৃণ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much