কালো মেয়ে
ওগো প্রিয় তুমি যেমন তেমনি থেকো
আমার সেই মনের কোণে স্বপ্নে আঁকা
স্বপ্ন নীল পরী হয়ে থেকো।
রঙিন ওই মেকাপের সাজ
প্রয়োজন নেই তোমার আজ
আমি যে বুঝেছি তোমার মন
সে যে খাঁটি সোনা তা বোঝে কজন।
ছোট্ট টিপ হলুদ শাড়ি তুমি অনন্যা
রূপ দেখে মানুষকে বিচার করোনা।
রূপ যে তোমার মমতাময়ী
মন যে তোমার ফুলের মত
প্রতিদিনই তোমার হোক চিরন্তন অবিরত।
চাঁদের গায়ে ও তো কালি আছে
তাই বলে কি চাঁদ হারিয়ে গেছে -
পূর্ণিমার ওই চাঁদের আলোয়
মন ভেসে যায় তারই মাঝে।
কৃষ্ণ কালো ,কোকিল কালো
কৃষ্ণপ্রেমে জগত আলো।
বসন্তের ওই কোকিল সুরে
মন করে দেয় সবার ভালো।
মনের ময়লা সরিয়ে ফেলে
চেয়ে দেখো কালো রূপেই যে জগত আলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much