১৪ জানুয়ারী ২০২১

আফসানা সিকদার



অণুকাব্য


প্রেমের প্রথম আবেশে সারা তনু মন,

মুখে নাহি বাণী, 

হৃদয় পলুকিত অনুক্ষণ, 

প্রেম 

যেনো উদাস মনের উপচে পরা

প্লাবন।

২টি মন্তব্য:

thank you so much