কবিতার ছন্দ
সাদা কালো এ জীবনের মাঝে
তুমি শুধু করেছো আমায় রঙ্গিন।
তোমায় নিয়ে লেখা কবিতায় দিয়েছি কত উপমা কত আবেগী আবেশ।
আমার হাতের মুঠোয় রেখেছি তোমার উষ্ণ হাত।
ভোরের আলোর মতো উজ্জ্বল হয়ে ফুটেছে প্রেমের লাল ফুল।
কত রাত তোমার সান্নিধ্য চেয়েছি
কতবার চেয়েছি তোমার স্পর্শ অসীম।
তুমি তো দিয়েছো আমায় লাল কৃষ্ণচূড়া ফুলের বেণি। খোঁপায় বেধেছি রাঙা ভোর।
আমি বসেছিলাম নিয়ে শুধু গানের সুর
তুমিই তো আমার আঁধার আলো
তুমিই আমার সুর কবিতার ছন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much