কুমারী
নক্ষত্রখঁচিত আমার বাসভবন
অমর উজ্জ্বল দেবতারা
পথ দেখাবে তোমায়...
কুমারী,
আমার এ গৃহে তোমায় স্বাগতম।
বাতেসের গতি শান্ত শীতল...সুর্যতাপ স্নিগ্ধ
কোমল বিস্তৃত এক বাতাসের অঞ্চল।
হে কুমারী,
এ সবি তোমার জন্যে স্বর্গলোকে আমার
নূতন সংযোজন....।
ঈশ্বর সীমারেখা অতিক্রম করে
দখলে নিয়েছি আরও বিস্তৃত অঞ্চল !
তোমার জন্যে সুর্যের আলো সেথায়
একদম সুশীতল...
রাজকীয় ভাবে পালিত দেবালয়ের নীল পরীরা যাবে
তোমায় করতে নিমন্ত্রণ...
রাজার রাজারা যেথায় ব্যস্ত নিয়ে রাজসিংহাসন
তা ডিঙিয়ে আমার প্রাসাদোপম বাসভবন..
হে কুমারী,
কেবল তোমাকেই স্বাগতম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much