১৪ জানুয়ারী ২০২১

মমতা রায়চৌধুরী


অমলিন অনুভব


জীবনে ভালবাসার রং এখনো

ধূসর হয়ে যায় নি ।

ঝড় ঝাপটায় অস্পষ্ট হয়নি-

প্রথম কথা বলা,কাছে আসার 

অনুভবের সুখস্মৃতি।,

তোমার হৃদয়ের উষ্ণতা সর্বত্র ছড়িয়ে  ,

তাই অন্য তাপ নেবার প্রয়োজন হয় নি।

জীবন তরঙ্গে  দু'জনে এখন অনেক দূরে..

তবু ভালোবাসার প্রতিধ্বনি ,প্রতিচ্ছবি 

স্বপ্নে আসে বারবার ঘুরেফিরে।

প্রথমবারের ছোঁয়ায় আজো খুঁজে

, পাই পারদ জড়ানো সেই স্পর্শ, গন্ধ।

হাজার বছর  পথ হাঁটবো এভাবে  নস্টালজিকে।

তাই ফ্যাকাশে হয় নি কিছুই আমার কাছে।

একটুখানি ‌ হাত বাড়াও ,একটু হৃদয় দিয়ে

অনুভব করো ,বুঝতে পারবে ষোলআনাই খাঁটি,

তোমার আমার ভালোবাসার দিনলিপি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much