হৃদয়েশ্বরী
কৈলাশ হতে কেশর এনে মাখাবো তোমার মুখে
ফুলরেণু ঘ্রাণে পরেশ সুবাসে চিত্তানন্দে সুখে
সূর্য হতে আনব আবীর, মাখাবো কেশর সাথে
জোছনা লুটবো ফুটফুটে ঐ মাঘী পূর্ণিমা রাতে
অসীম আকাশ সসীম নীলের পরাবো কাঁচলখানি
কণ্ঠে পরাবো মুক্তার মালা সিন্ধু সেঁচিয়া আনি
লু-হাওয়াতে নেকাব পরাবো ধূলার পর্দা টানি
কোনো দুরাচার যেন স্পর্ধায় কভূ নাহি ডাকে হাতছানি
সোনার বাংলা শ্যামলিমাতে শ্যামল মাখাবো গায়
অরুন্ধতীর টিপ পরাবো স্বর্ণালি সন্ধ্যায়,
রংধনু থেকে লাল রং আনি আলতা পরাবো পায়
কুরঙ্গী চোখের কাজল মাখাবো তোমার আঁখির বায়
নারাঙ্গী রসে সিক্ত করবো আপন যুগল সৃক্কণী
কবি হৃদয়ের অধীশ্বরী শত কোহিনুর মণি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much