১৪ জানুয়ারী ২০২১

নাজনীন নাহার




একদিন কবে


সে আমার অবয়বই বটে!

মানুষের ভিড় ঠেলে নদীর পাড়ে

নির্জন ঢেউয়ের কানে মানুষেরই মতো

কিছু একটার শব্দ পেয়েছিলে ঠিকই 

কিন্তু অন্ধকার বাতাসে ঢেউয়ের যে আলোড়ন;

তোমার অস্থিরতা স্পর্শ করতে পারেনি 

তার শরীর স্মৃতি।

কি আর করার!

ফাগুন রাতে তোমার স্বপ্নে আসা 

আর এই পৃথিবীর নির্জন পাতার মতো

রুগ্ন স্বপ্নে হারিয়ে যাওয়া!

সেই একদিন কবে; পৃথিবীর সমুদ্র পারে

একসাথে অনেক রাতের নক্ষত্র পানে

রাত্রি আর দিন ভুলে যাওয়া, 

একদিন কবে..!

মাঝরাতে; হঠাৎ ঘুম ভেঙ্গে এখনো শুনতে পাও

তোমার শরীরের হাতছানি?

রক্তের ভালোবাসায় সেই যে মিটিয়েছিলে কার পিপাসা, তোমার পিপাসার্ত শরীরও জুড়িয়েছিলো বটে!

আমার শরীর আজ মৃত্যুর বনে ঘুমিয়ে!

তোমার শরীর না হয় কাঁপুক পৃথিবীর বনে।

পৃথিবীর ভালোবাসা সে যে বড় অস্থিরতা

মৃত্যু গহ্বরে জীবনের বেদনা প্রেমের মতন শান্ত,

তাই জীবনকে চাহিতে নয় মৃত্যুতে মন ব্যাকুল,

অধীর বাতাসে কাঁপুক পৃথিবী, আকাশে তারারা জ্বলুক, তবুও নয়ন মলিন হবে মৃত্যুতে একদিন কবে...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much