১৯ ডিসেম্বর ২০২০

শাহীন চৌধুরী ডলি




কবিতা, বিবর্ণ ধারাপাত


ইতিহাসের পুনরাবৃত্তিতে রচিত 

মীরজাফরের পালায়


ভঙ্গুর স্বপ্নগুলো 

রাতের নিকষ আঁধারে

আছড়ে পড়ে মৌন মিছিলে।


আলাভোলা চেহারার অন্তরালে 

ক্রমশ প্রতীয়মান  

ঠায় মিথ্যা স্বত্বার খেলা,

ক্ষয়ে যাওয়া চরিত্রের 

বিবর্ণ ধারাপাত।


সন্তর্পণে অস্তিত্বের চৌদিকে


অলংঘনীয় আবেষ্টনী সৃষ্টি,


অনাবাদি স্বপ্ল দাফনে 


শেষ পেরেকের ঠোকাঠুকি 


কফিনের গায়।

1 টি মন্তব্য:

thank you so much