১৯ ডিসেম্বর ২০২০

হাননান আহসান



বাঘের কাণ্ড



বাঘটি ছিল সোঁদরবনের

বিদঘুটে আর খেয়ালে

সপাটে সে মারতো লাথি

ইট-পাথরের দেয়ালে।

মাথাটাকে করতো সাইজ

জমকালো দুই শেয়ালে

বাঘটি ছিল অন্য রকম

উদ্ভটে আর হেঁয়ালে।


বাঘু মামার নেশা ছিল

ন্যাসপাতি আর ফলেতে

আকাঙ্ক্ষা তার ভিতর জুড়ে

বিরাট হবে দত্যি সে।

আসল কথা, এই কসরত

ফুটবলের-ই ছলেতে

ইচ্ছে ছিল স্টপার হবে

ময়দানের এক দলেতে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much