১৯ ডিসেম্বর ২০২০

আরজু মুক্তা



ভালো আছি


ভালো আছি বলি

কিন্তু ভালো নেই।

ভিতরে হতাশার জং লেগেছে

তাজা দীর্ঘশ্বাস,

ভালোবাসা বিলীন হয়ে

এখন কুয়াশা।


চোখে উদ্বেগের কালি

সারা দেহে ধূলির ঝড়,

হৃদয়ে গোলযোগ।

কোলাহল আর মিছিল

বিক্ষুব্ধ শ্লোগান,  হরতাল।


ব্যস্ত পথচারী থমকে আছে

অনাহারপীড়িত এক দুর্ভিক্ষের

মুখ আমি!

ভিতরে উন্মাদনা, অস্থিরতা


ভালো আছি বলি

কিন্তু ভালো নেই।

1 টি মন্তব্য:

thank you so much