বিপ্লব
চলন্ত মেশিনের শব্দ
শ্রবণ শক্তি ক্ষীণ
বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই
বিরামহীন পরিশ্রমে থাকি ডুবে।
দু-মুঠো অন্নের সংস্থানে
সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি
শুকনো চোখে ভাঙ্গা কোমর
হাত-পা দুর্বল নেই কব্জিতে জোর।
আমরা করি আজীবন দাসত্ব
কখনো বানাই আট্টালিকা দালান,
শরীরে ঝরে রিক্সা টানার ঘাম
এটা কি নয় জীবন বিপ্লব ?
আমার স্মৃতিতে অন্ধকার অতীত
ঝুপড়ি বস্তিতে করি বাস
মেঘের ও আছে জীবনচক্র
আমাদের ভবিষ্যৎ কি আতঙ্কের আঁচল ?
বিরহী হৃদয়ে অসীম ক্লান্তি
বুকের ভেতর বিষাদের নৃত্য
মনের অন্তবাসে ছুঁয়েছে আশা
আসে যদি আবার নতুন বিপ্লব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much