সশস্ত্র সালাম
রাতে যেখানে ঘুমাই নিরাপদ নিদ্রায় শুয়ে থাকি
কারো হানায় ভাঙে না তন্দ্রাচ্ছন্ন কাঁচাঘুম
হানাদার হায়েনার বুটের তলায় পিষ্ট হয় না-
নির্মিত স্বপ্নের শত বছরের সুখ।
রক্তিম নদী পেরিয়ে আমরা বিজয় পেয়েছি
নির্ঘুম রাতের ভয় এখন পুষ্পিত মহাকানন
স্বতন্ত্র পতাকা নিয়ে দুনিয়া মাতিয়ে চলি
আমাদের পরিচয় দুর্বিনীত দুনিয়ায় ওড়ে।
আমাদের রক্তরঙ শিল্পমানে সুউচ্চ চূঁড়ায়
এই রক্তে এঁকে চলি আমাদের বিজয়স্তম্ভ
সশস্ত্র সালাম দিই বিজয়ীবীরের আত্মায়
আনন্দ নদীর বুকে আমরা ভাসি মহাহিল্লোলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much