০৬ ডিসেম্বর ২০২০

সুচিতা সরকার


মূল্য

অর্ধনগ্ন শরীরটায়,

দাউ দাউ করে জ্বললো আগুন।

ত্রাহি ত্রাহি চিৎকারে ভরলো বাতাস, 

কাঁদলো জমি, ফাটলো গগন।


শয়তানের চোখগুলিতে উল্লাসের অট্টহাসি,

ঘিরে দাঁড়িয়ে জীবন্ত চিতায় ঢালে ঘি ।


দরজার ওপারের কানগুলিতে তখন, 

কালঘুমের পলি।

চোখগুলি অন্ধ, এক একটা অথর্ব প্রাণী।


কালো ধোঁয়ায় আছন্ন ঘর, 

একটু একটু করে প্রাণটা হয় দূর্বল।


অষ্ট বর্ষীয় ছেলেটার চোখে ঘুম নাই।

লক্ষ্মীর ঝাঁপি ভেঙে বাবাকে দেয় অর্থ,

ভয়ার্ত ঠোঁটে কাঁপে এক টুকরো শর্ত-

"আমার লাট্টুর সব মূল্য নাও নিয়ে।

আর মেরো না, এবার মা কে দাও ছেড়ে।"

1 টি মন্তব্য:

thank you so much