বাঁচবো কিভাবে
ভুখাপেটে পরিবার
সব রয়েছে পৃথিবীতে,
নিঃস্ব,নিরন্ন বাঁচবো কিভাবে।
সবল,শক্ত,কম'ঠ হয়ে
রুজি রোজগার নেই গ্রামে, গ্রামে
দূর্ভিক্ষের চেহারা আনাচে কানাচে।
লেখাপড়া হয়নি অদৃষ্টের পরিহাসে
এ জীবনে ভুল পদে পদে।
জীবন যন্তনা অন্তযা'মী জানে,
সেই কটা দিন থাকবো পৃথিবীতে?.
চোখের সামনে সন্তানদের একমুঠো ভাত নেই পাতে
ইচ্ছা নেই বেঁচে থাকতে এ জগৎ সংসারে।
রোগ,শোক, দুঃখ, বেদনা
সব যাবে ঘুচে
অন্ন চাই গৃহে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much