০৬ ডিসেম্বর ২০২০

শ্যামল রায়



কবিতার কাছাকাছি যেতে

কবিতার খুব কাছাকাছি যেতে

রোজ পার হচ্ছি অথৈ জল

কবিতার কাছে আছে আঁচল

কবিতার কাছে  নীল শাড়িতে

যত্নে রাখা আদর রেখা

যাকিনা রংতুলিতে ছবি হয়ে আছে।

কবিতার কাছে সত্য শব্দ সাজাতে

কলম নিয়েছি হাতে

খুঁজে নিতে বাংলা কবিতায় নারীমুখ।

জানি নিভে যেতে পারে সলতে

দিকনির্দেশ হারাতে পারি

তবুও খুচরো সব ঝরা পাতাগুলো

জড়ো করি, উড়িয়ে দিই

খুঁজে নিতে সূর্যের আলোয় পথ।

কবিতার কাছাকাছি যেতে

রোজ পার হচ্ছি অথৈ জল

রোজ ভোর দেখে নিতে।

দুঃখ মুছে দিয়ে পৌঁছে যেতে চাইছি

ভোরের আলোয় ঘেরা ঠিকানাতে

তাই সত্যকে সাদা পাতায় অক্ষর সাজাতে

কলম নিয়েছি হাতে

পৌঁছে যাব, কবিতার খুব কাছাকাছি

শিহরণ জাগাতে,শরীর জুড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much