০৬ ডিসেম্বর ২০২০

অলোক দাস



স্বপ্নের সিস্ট্রি 

এ ভুবন জয় হবেই, যখন খোলা সব মোনের জানলা । 

আর নেই বন্ধন, দেহ, মোন ও মুক্তি । 

মুক্তির সন্ধানে যাবো চলে বহুদূর, হয়তো লাল মাটির দেশে, যেখানে শুধু বনাঞ্চল, যেখানে হাট বসে আজও, 

যেখানে সোনা যায় বাউল সংগীত, একতারার সাধনা, 

শান্ত মাটী, শান্ত বাতাস, সেই বটবৃক্ষ, শিশুরা দেয় দোল । আর সব শব্দ নিস্তব্দ । 

ওখানেই আমার নীড়, নাম দিয়েছি "স্বপ্নের সিস্ট্রি '।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much