০৬ ডিসেম্বর ২০২০

সুচি রহমান




লাঞ্চিতা 

লাঞ্চিতা মেয়ের ব্যথার কৃপা 

কেউ বা করে বলো,

দুঃখ হতাশা তার বুঝতে 

জ্বলেছে অবিরত। 


সূর্যের মতো জ্বলতো সে-যে

চাঁদের জ্যোতি মেখে, 

লাঞ্চিতার ব্যথা বুকে লয়ে 

আজ মুখ লুকিয়ে কাঁদে। 


কাব্যছন্দের সুর মিলিয়ে 

নিত্য করতো অনির্বাণ

সেই মেয়ে আজ লাঞ্চিতা হয়ে 

মুখ লুকিয়ে কাঁদে আঁধারে

নেই কোন সমাধান।  


তোমরা হে ভাই পুরুষ জাতি 

নারী ছাড়া কি বা গতি,

তুমি ও তো মায়ের সন্তান 

সেই মায়ের জাতিকে কেন করো ভাই 

রাস্তা ঘাটে অপমান ? 


দুঃখ রাখি কোথায় আমি 

তোমরা পুরুষ তোমরা বলবান, 

নারী তোমায় জন্ম দিয়েছে 

নারী কে করো সম্মান । 


আইন বিচার যাই হোক ভাই 

নিজেকে রেখো সামলিয়ে, 

বিবেকহীন মস্তিষ্ক নিয়ে 

পরো নাকো ঝাপিয়ে। 


নারী তোমায় জন্ম দেই

নারী তোমার মা,

সেই নারী কে রাস্তা ঘাটে 

করো না লাঞ্চনা।

1 টি মন্তব্য:

thank you so much