একান্ত কষ্ট ও আত্মবিলাপ
গোলাম কবির
স্বাধীনতার ৫১ বছর শেষেও আমরা
এখনো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানই
রয়ে গেলাম শুধু! একটুও মানুষ হতে
পারিনি এখনো এই দুঃখ কোথায় রাখি!
তা না হলে যে কোনো ছুতোয় সংখ্যালঘু
জনগণের বাড়িঘর, মন্দির ইত্যাদি ভাঙচুর,
আগুন লাগানো, লুটপাট এসব কি করে হয়!
আবার এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা
হয় না এবং হয় নি বলেই এখনো
ওরা নিজদেশেই যেনো পরবাসী এবং
কখনো কখনো ওদেরকে দেশান্তরী হবার মতো
সুকঠিন এবং অনন্যোপায় সিদ্ধান্ত নিতে হয়!
না - এটা কোনো কবিতা নয়, এ আমার একান্তই কষ্ট এবং আত্মবিলাপের কথা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much