১৮ জুলাই ২০২২

কবি জাহানারা বুলা এর কবিতা "সময় একটি নক্ষত্র"





সময় একটি নক্ষত্র

জাহানারা বুলা



সময় শুধু ভালো না লাগার কক্ষপথে ঘুরে বেড়ায়
নক্ষত্রটি গুলতি মেরে উড়িয়ে দেওয়া যেত যদি

যদি এই খারাপ লাগাগুলো ঝরে পড়তো 
অতল কোনো পাত্রে, সমুদ্র বা মাঠে 
আমার ঘরের ছাদও যদি হতো ঝরে পড়ার 
উপযোগী জায়গা 
বলতাম- ঝরে পড়

আমি নাহয় ঘর ছেড়ে বিবাগী হয়ে যেতাম
দ্বারে দ্বারে মুঠো চালের পরিবর্তে 
ভালোলাগা ভিক্ষা করে ফিরতাম। 

ভালোলাগা ভোরের শিশিরের মত
বেলা উকি দিলেই কাতর প্রাণে
কোন মেঘের আড়ালে যে পালিয়ে যায় কে জানে।

মাথার উপরে অশুভ কালো মেঘও যে ভর করে থাকে
হাত বাড়ানো মানা
ভালো লাগা তাই হাতড়ে পাওয়া যায় না।

৩টি মন্তব্য:

  1. খুব সুন্দর কবিতা লিখেছেন । তবে আন্য কবতাও পরেছি ঐ গুলো ও ভাব সহজে অনুধাবন করা যায়। তবে আমার মনে হয়েছে হতাসার থেকে বেরি না এসে

    উত্তরমুছুন
  2. খুব ভালো লাগলো, অভিনন্দন।

    উত্তরমুছুন

thank you so much