১৮ জুলাই ২০২২

কবি পরাণ মাঝি এর কবিতা "সোয়েটার"





সোয়েটার 

পরাণ মাঝি 



এই পয়লা ফাল্গুন দিনে  জড়িয়ে ধরো না আমাকে
পুড়ে যাবে , ঘেমে যাবে শরীর ---
টুপটাপ করে গড়িয়ে পড়বে অযাচিত প্রেম, ভিজে ভিজে পুড়বো আমিও!

তারপর --
হয়ত বিরক্ত হবে, ছুঁড়ে ফেলবে। ভাববে আপদ গেল।

না গো --
যত দূরেই ছুড়ে দাও না কেন আমাকে 
ঘুরে ফিরে ঠিক আবার আসবো কাছে ।

জেনে রেখো ---দিন বদলায় , তারিখ বদলায় না; ঋতুও ---

আগামী হেমন্তের শেষে পড়বে মনে আবারও
আমি শীতার্ত প্রেম তোমার; কেবল উষ্ণতা দান করি 
                     ভীষণ ভালোবাসি তোমার সকল কাজ কারবার 
                    আমি আর কেউ নই, সামান্য সোয়েটার তোমার!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much