কবি সুশান্ত হালদার এর যুগল কবিতা
(১)
প্রেম নাই বলে চাই প্রতিবাদ
সুশান্ত হালদার
সূর্য ডুবে গেলে সবাই ঘরে ফিরে
আমি ফিরি না
কারণ
কেউ নেই,যে বলবে
দুর্যোগের দেশে সব রাতই সুকান্ত'র ঝলসানো চাঁদ!
(২)
অবিক্রীত হাড়
সুশান্ত হালদার
সামনে যে বসে আছে
মানুষ মনে হয়নি উৎসবের রাতে
গুপ্তঘাতকের মত বিস্ফারিত চোখ বাইনোকুলারে
তর্জনী ট্রিগারে যেন ভাড়াটে খুনি এসেছে মদ্যপানে
মরা জোছনার এই বিলাপ মুখরিত রাতে
কেউ কেউ বিক্রি করে দিলেন মাথা সমেত শিরদাঁড়া পাঁজর
অথচ আমি
অবিক্রীত হাড়ে লিখে ফেলেছি 'স্বাধীনতার ডাক উনসত্তরের'!
রাঙা দার কবিতা সব সময় মন কেড়ে নেয়। সমৃদ্ধি পূর্ণ লিখার জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো আমার কবি দাদার জন্য। 🙏🙏🙏🙏💞💞💞💞
উত্তরমুছুন